ঢাকা, বুধবার, ১৫ মে, ২০২৪

মধুপুরে বন্যা আশ্রয়নকেন্দ্রের ঢালাই কাজের উদ্বোধন

টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় বন্যা আশ্রয়নকেন্দ্রের ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।  রবিবার (০১ লা নভেম্বর) মধুপুরে বন্যা আশ্রয়নকেন্দ্রের ঢালাই কাজের সূচনা করেছেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা (ইউএনও)। মধুপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা জানান, "মধুপুরে বন্যা আশ্রয়নকেন্দ্রটি তিন তলা বিশিষ্ট ভবন। এতে নির্মাণ ব্যয় প্রায় তিন কোটি টাকা।"


ইতিপূর্বে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় আহম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি মহোদয়।


স্থানীয়রা জানান, "মধুপুরে বন্যা আশ্রয়নকেন্দ্রটির ঢালাই কাজ শুরু করায় আমরা খুবই খুশি এবং আনন্দিত। কর্তৃপক্ষের কাছে আমরা চিরকৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই।"


এসময় অন্যান্যদের মধ্যে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা, মধুপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, যুব উন্নয়ন কর্মকর্তা, স্থানীয় ব্যক্তিবর্গ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

ads

Our Facebook Page